২৯ জুন ২০২৪, শনিবার



রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে জাপান

ঢাকা বিজনেস ডেস্ক || ২৬ এপ্রিল, ২০২৩, ০৮:০৪ পিএম
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে জাপান


রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে বাংলাদেশের প্রতি জাপানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন দেশটি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেন, ‘বাংলাদেশ প্রায় এক মিলিয়ন রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। আমরা বাংলাদেশের প্রচেষ্টাকে সমর্থনদান অব্যাহত রাখবো।’ বুধবার (২৬ এপ্রিল)  জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শেষে এক যৌথ বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফুমিও কিশিদা  তার অফিসে  শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক শেষে বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছি।’তিনি আরও বলেন, ‘উভয় দেশ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে ও আন্তর্জাতিক মহলে সহযোগিতা সম্প্রসারণে কাজ করবে।’

কিশিদা বলেন, ‘আজকের বৈঠকে উভয়েই কৌশলগত অংশীদার হিসেবে আইনের শাসনের ওপর ভিত্তি করে অবাধ ও উন্মুক্ত আন্তর্জাতিক ব্যবস্থা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেছি।’তিনি বলেন, ‘গত মাসে ঘোষিত অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক পয়েন্টের নতুন পরিকল্পনার ভিত্তিতে দুই দেশ ব্যাপক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছে।’

জাপানি প্রধানমন্ত্রী বলেন, ‘অর্থনৈতিক ক্ষেত্রে, আমর অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তির সম্ভাবনার ওপর যৌথ গবেষণায় আরও অগ্রগতি লাভ করতে সম্মত হয়েছি।’ তিনি বলেন, ‘বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়নের সাথে একটি আকর্ষণীয় বিনিয়োগ গন্তব্য এবং তাই আমাদের প্রত্যাশা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং বিনিয়োগ পরিবেশের উন্নতি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।’ সূত্র: বাসস

ঢাকা বিজনেস/এনই/



আরো পড়ুন