২৯ জুন ২০২৪, শনিবার



অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৬

চট্টগ্রাম সংবাদদাতা || ০৫ মার্চ, ২০২৩, ০৩:৩৩ এএম
অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, নিহত ৬


চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এ এস আই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (৪ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার কদমরসুল এলাকায় ‘সীমা অক্সিজেন’ নামক অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ হয়।

নিহতদের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- শামসুল ইসলাম, ফরিদুল আলম, রতন, আবদুল কাদের, সালাউদ্দিন। 

স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে সীমা অক্সিজেন প্ল্যান্টের ভেতরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর পরপরই সেখানে আগুন জ্বলতে দেখা যায়। অল্প সময়ের মধ্যেই সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশনের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে ও আগুনে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বিস্ফোরণের সময় শামসুল আলম প্ল্যান্ট থেকে অল্প কিছু দূরে তার কাঠের দোকানে ছিলেন। বিস্ফোরণে প্ল্যান্টের একটি বড় লোহার টুকরা এসে তার গায়ে পড়লে তার মৃত্যু হয়। ফরিদ আহমদও মারা যান উড়ন্ত লোহার প্লেটের আঘাতে। তিনি একটি গাড়িতে বসে ছিলেন।

এদিকে, আগুন নিয়ন্ত্রণের পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা নিহত ও আহতদের উদ্ধারে তৎপরতা শুরু করেন। পরে সেনাবাহিনী উদ্ধার কাজে যোগ দেয়।

বিস্ফোরণের কারণ সম্পর্কে সুস্পষ্ট করে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তবে স্থানীয়রা মালিক পক্ষের গাফিলতিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রামের জেলা প্রশাসন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র বলেছে, ঘটনার পরপরই দগ্ধ ও আহতদের অ্যাম্বুলেন্স ও বিভিন্ন গাড়িতে করে হাসপাতালে আনা হচ্ছে।

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন