২৫ জুন ২০২৪, মঙ্গলবার



বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের অ্যাসোসিয়েট স্পন্সর ভিসতা

নিজস্ব প্রতিবেদক || ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:৩২ পিএম
বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের অ্যাসোসিয়েট স্পন্সর ভিসতা


মার্চ মাসের প্রথম দিন ঢাকায় শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড ক্রিকেট সিরিজ। এই সিরিজে থাকছে ৩ ওয়ানডে এবং ৩টি টোয়েন্টি ম্যাচ। বাংলাদেশ-ইংল্যান্ড গুরুত্বপূর্ণ সিরিজে অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে থাকছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড।

সিরিজের সবগুলো ম্যাচ দিবারাত্রির। ওয়ানডেগুলো শুরু হবে বেলা ১২ টায়। ১ মার্চ প্রথম ওয়ানডে ম্যাচ হবে মিরপুর স্টেডিয়ামে। দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ (শুক্রবার) একই ভেন্যুতে। শেষ ওয়ানডে হবে ৬ মার্চ, চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে। 

টি-টোয়েন্ট ম্যাচগুলো শুরু হবে বেলা ৩ টায়। প্রথম টি-টোয়েন্টি হবে ৯ মার্চ, চট্টগ্রামে। দ্বিতীয় টি-টোয়েন্টি ১২ মার্চ, ঢাকা শেরেবাংলায়। শেষ টি -টোয়েন্টি হবে ১৪ মার্চ, ঢাকাতেই। 

সিরিজের খেলাগুলো সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি-স্পোর্টস। 

শুরু থেকেই ক্রিকেটের সঙ্গে যুক্ত আছে ভিসতা। গত অক্টোবরে বাংলাদেশ-নিউজিল্যান্ড-পাকিস্তানের তিন জাতি ক্রিকেটে বড় আকারে মাঠে লক্ষ্য করা গেছে ভিসতার উপস্থিতি। এবার আবারও তারা এলো অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে আরও বড় আকারে ক্রিকেটের সঙ্গে যুক্ত হবে ভিসতা। 

ঢাকা বিজনেস/এনই/ই/







আরো পড়ুন