১৭ জুন ২০২৪, সোমবার



বার্মিজ মার্কেটে আগুনে পুড়েছে শতাধিক দোকান

কক্সবাজার প্রতিনিধি || ০৬ জুলাই, ২০২৩, ০২:০৭ পিএম
বার্মিজ মার্কেটে আগুনে পুড়েছে শতাধিক দোকান


কক্সবাজারের টেকনাফ বাজারের বার্মিজ মার্কেটে আগুন লেগে শতাধিক দোকানের মালামাল ও টাকা পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৬ জুলাই ) দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ ওপর বাজারে বার্মিজ মার্কেটে এ আগুন লাগে। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপকদল প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের সিভিল ডিফেন্সের কর্মকর্তা মুকুল কুমার নাথ এই তথ্য জানান।

মুকুল কুমার নাথ বলেন, 'বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমান ও কয়টি দোকান পুড়েছে তা সঠিকভাবে জানা যায়নি।'

টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, 'অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। টেকনাফ ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপকদল ঘটনাস্থলে এসে পুলিশ, বিজিবি ও স্থানীয়দের সহযোগিতায় প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।' 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, 'সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করার পাশাপাশি দোকানের ভেতর রাত্রিযাপন করা ব্যবসায়ী ও শ্রমিকদের বের করার চেষ্টা করেছি। তাই অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। সকালেও মার্কেট এলাকায় ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। তা নেভানোর কাজ চলছে।'

বার্মিজ মার্কেটে ব্যবসায়ী জিয়াবুল হক বলেন, 'মার্কেটে আগুনের খবর পেয়ে বাসা থেকে এসে দেখি দোকানের ক্যাশে থাকা নগদ প্রায় ১লাখ টাকাসহ দোকানের সব মালামাল পুড়ে গেছে।' 

ঢাকা বিজনেস/এন/ 



আরো পড়ুন