১৭ জুন ২০২৪, সোমবার



তামিমকে নিয়েই অনুশীলনে টাইগাররা

ক্রীড়া ডেস্ক || ১১ জুন, ২০২৩, ১১:০৬ এএম
তামিমকে নিয়েই অনুশীলনে টাইগাররা


আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। রোববার (১১ জুন) সকাল ১০টা থেকে শুরু হয়েছে এই অনুশীলন, চলবে দুপুর ১টা পর্যন্ত। একই দিন অনুশীলনে নামবে আফগানিস্তানও।

এরপর দুপুর ২টা থেকে অনুশীলনে নামবে আফগানিস্তান দল। তাদের অনুশীলন চলবে বিকাল ৫টা পর্যন্ত।

ইনজুরি আতঙ্ক থাকলেও দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন তামিম ইকবাল। পিঠের ইনজুরি ফিরে আসায় টেস্টে মাঠে নামা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে তার। যদিও তার ইনজুরির বিষয়ে মুখ খুলতে নারাজ টিম ম্যানেজমেন্ট। তবে বোর্ডের মেডিক্যাল ইউনিট বেশ আশাবাদী বাঁ-হাতি এই ওপেনারকে টেস্টে পেতে।

এদিকে আঙুলের ইনজুরির কারণে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটিতে খেলা হচ্ছে না অধিনায়ক সাকিব আল হাসানের। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। তবে ইনজুরি কাটিয়ে উঠতে ইতোমধ্যেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন তিনি। 

এর আগে শনিবার (১০ জুন) দুইভাগে বিভক্ত হয়ে বাংলাদেশে পৌঁছায় আফগানিস্তান দল। শ্রীলঙ্কা থেকে প্রথম দফায় বেলা ১১টায় আসেন দলের ১০ সদস্য। বাকিরা আসেন দুপুর পৌনে ১২টায়।

প্রসঙ্গত, আফগানিস্তানের সঙ্গে কেবল একটি টেস্ট খেলেছে বাংলাদেশ। ২০১৯ সালে চট্টগ্রামে হওয়া সেই টেস্টে লাল সবুজ জার্সিধারীদের হারতে হয়েছিল ২২৪ রানে।

সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি ১৪ জুন মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে ১০টা থেকে শুরু হবে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫, ৮ ও ১১ জুলাই হবে তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ। দিবারাত্রি এ ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হবে।

ওয়ানডে সিরিজ শেষে সিলেটের মাঠে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই ম্যাচ দুটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

বাংলাদেশ টেস্ট স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু ও মুশফিক হাসান।

আফগানিস্তানের টেস্ট স্কোয়াড

হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), ইবরাহিম জাদরান, আব্দুল মালিক, নাসির জামাল, রহমত শাহ, বাহের শাহ মাহবুব, আফসার জাজাই, ইকপরাম আলিখেল, করিম জানাত, জহির খান পাকতিন, হামজা হোতাক, ইজহারউল্লাহ হক নাভিদ, ইবরাহিম আব্দুল রাহিমজাই, ইয়ামিন আহমাদজাই, নিজাত মাসুদ।

রিজার্ভ খেলোয়াড় : নুর আলি, জিয়া আকবার, আজমত ওমরজাই, সায়েদ শিরজাদ।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন