২৬ জুন ২০২৪, বুধবার



পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক || ২৯ জানুয়ারী, ২০২৩, ০৪:৩১ পিএম
পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৪


পেরুর উত্তরাঞ্চলে বাস দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন। আরও অনেকেই মারাত্মক আহত হয়েছেন। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন। 

রোববার (২৯ জানুয়ারি) রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। এর আগে, গতকাল ২৮ জানুয়ারি (শনিবার) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।   

প্রতিবেদন থেকে জানা যায়, কোরিয়ানকা ট্যুরস কোম্পানির বাসটি ৬০জন যাত্রী নিয়ে রাজধানী লিমা থেকে ইকুয়েডর সীমান্তবর্তী টুম্বেসে যাচ্ছিল। এ সময়ে ওরগানস শহরে বাসটি রাস্তা থেকে ছিটকে পড়ে যায়।

পুলিশ স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেছে, ‘ডেভিলস কার্ভ’ হিসেবে পরিচিত এক ভয়ংকর স্পটে বাসটি দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ। 

প্রসঙ্গত, ২০২১ সালে আন্দিজ পর্বত সংলগ্ন একটি হাইওয়ে থেকে বাস খাদে পড়ে ২৯ জন নিহত হন।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন