১৮ মে ২০২৪, শনিবার



‘আইএমএফের ঋণের সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির সম্পর্ক নেই’

স্টাফ রিপোর্টার || ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:৩২ এএম
‘আইএমএফের ঋণের সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির সম্পর্ক নেই’


পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, ‘দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কোনো সম্পর্ক নেই। আইএমএফ ঋণ না দিলেও কিছু কিছু জায়গায় আমাদের দাম বাড়ানোর প্রয়োজন হতো।’

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (ডিজেএফবি) উন্নয়ন সংলাপের প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আইএমএফের শর্তে দ্রব্যের দাম বাড়েনি। আইএমএফ ঋণ না দিলেও আমাদের ভর্তুকি কমাতে হতো এবং কিছু জিনিসপত্রের দাম বাড়াতে হতো। সুতরাং আইএমএফের ঋণের সঙ্গে জিনিসপত্রের দাম বৃদ্ধির কোনো সম্পর্ক নেই।

তিনি বলেন, ‘চলতি বছরের জানুয়ারি মাসে সাধারণ মূল্যস্ফীতির হার ৮ দশমিক ৫৭ শতাংশ, গত বছরের (২০২২) জানুয়ারি মাসে এই হার ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। নানা কারণে মূল্যস্ফীতি বাড়তে থাকে।’ মূল্যস্ফীতি কখনো পূর্বের অবস্থায় ফেরে না বলেও জানান তিনি।

বৈশ্বিক সংকটের কারণে উৎপাদন উপকরণের দাম বেড়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পাশাপাশি বেড়েছে জ্বালানি তেলের দাম। এর ফলে মূল্যস্ফীতি সাড়ে ৯ শতাংশ পর্যন্ত হয়েছিল। তবে কয়েক মাস ধীরে ধীরে কমে আসছে। মূল্যস্ফীতি বৃদ্ধির সঙ্গে সঙ্গে মজুরি হারও বৃদ্ধি হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের সার্বিক অর্থনীতির প্রতি আইএমএফ আস্থাশীল বলেই ঋণ দিয়েছে। ঋণ দিতে পেরে আইএমএফও খুব খুশি। পাকিস্তান এখনও আইএমএফের ঋণ পায়নি। অথচ আমরা দ্রুততম সময়েই ঋণের অর্থ পেয়েছি।’

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন