২৬ জুন ২০২৪, বুধবার



ভিসতা ক্রিকেটের ফাইনালে টাইগার ক্লাব-শুভকি

টাঙ্গাইল প্রতিনিধি || ০৯ মার্চ, ২০২৩, ১০:৩৩ পিএম
ভিসতা ক্রিকেটের ফাইনালে টাইগার ক্লাব-শুভকি


ভিসতা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে টাইগার ক্লাব ও শুভকি ক্রিকেট ক্লাব। 

পাথরাইল পল্লী উন্নয়ন বীণাপানি কিশোর সমিতির উদ্যোগে পাথরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টে পুষ্ঠপোষকতা করছে ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেড। 

বুধবার (৮ মার্চ, ২০২৩) অনুষ্ঠিত সেমিফাইনালে রিয়াজুলের অনবদ্য সেঞ্চুরিতে নলশোঁধা যুব সংঘকে পরাজিত করে ফাইনালে উঠে টাইগার ক্লাব। 

টসে জিতে ফিল্ডিং নিয়েছিল নলশোঁধা। টাইগার ক্লাব আগে ব্যাট করে। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তুলে ২১৬ রানের বিশাল স্কোর। দলের পক্ষে সর্বোচ্চ ১০৫ রান করেন রিয়াজুল।


জবাবে ১৭.৫ ওভারে অল নলশোঁধা অল আউট হয় ১৫৯ রানে। ৫৭ রানে পরাজয় বরণ করে নলশোঁধা। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে রিয়াজুলের হাতেই। 

এর আগে ৩ মার্চ অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে জয়লাভ করে শুভকি ক্রিকেট ক্লাব। তারা পরাজিত করে পুটিয়াজানি ফেন্ড্রস ক্লাবকে। শুভকি ক্রিকেট ক্লাব আগে ব্যাট করে। তাদের সংগ্রহ ছিল ৯ উইকেটে ২৪৯ রান। জবাবে খুব কাছাকাছি গিয়ে, ২০ ওভারের শেষ বলে ২৪৩ রানে অল আউট হয় পুটিয়াজানি। 

ম্যান অব দি ম্যাচ হন শুভকির উদয়। তার ব্যক্তিগত সংগ্রহ ছিল ৭৮ রান। 

আগামী ১৮ মার্চ অনুষ্ঠিত হবে ভিসতা ক্রিকেটের ফাইনাল।  

ঢাকা বিজনেস/এনই/ই/




আরো পড়ুন