০৭ এপ্রিল ২০২৫, সোমবার



সিরিয়ার বিদ্রোহী ঘাঁটিতে বোমাবর্ষণ: ৮ বেসামরিক নাগরিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক || ১৮ ডিসেম্বর, ২০২৩, ০৯:৪২ এএম
সিরিয়ার বিদ্রোহী ঘাঁটিতে বোমাবর্ষণ: ৮ বেসামরিক নাগরিক নিহত


সিরিয়ার উত্তর-পশ্চিমে বিদ্রোহীদের ঘাঁটিতে সেনাবাহিনীর বোমাবর্ষণে  এক গর্ভবতী নারীসহ মোট ৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এতে আরও ৬ জন আহত হয়েছেন। রোববার (১৭ ডিসেম্বর) এই হামলার ঘটনা ঘটে। যুদ্ধ পর্যবেক্ষক দলের উদ্ধৃতি দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডনের এই এক প্রতিবেদেন এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শাসক বাহিনী আবাসিক এলাকাগুলোকে সরাসরি টার্গেট করে আলেপ্পো প্রদেশের দারাত ইজ্জাতে আর্টিলারি শেল ও রকেট লাঞ্চার ব্যবহার করে গণহত্যা চালিয়েছে।

এরআগে, পর্যবেক্ষক দল জানায়, সাবেক আল-কায়দার স্থানীয় শাখা লাতাকিয়া প্রদেশের উত্তরে হায়াত তাহরির আল-শাম এইচটিএস গ্রুপের হাতে পাঁচজন সরকারি সৈন্য নিহত হয়েছে। তারা বলেছে, ইদলিব নগরীর আবাসিক এলাকায় সিরিয়ার সেনাবাহিনীর বোমাবর্ষণে রোববার ভোরে ১৪ জন বেসামরিক লোক আহত হওয়ার পর এইচটিএস পাল্টা হামলা চালায়।

ইদলিব প্রদেশ এবং পার্শ্ববর্তী আলেপ্পো, হামা ও লাতাকিয়ার কিছু অংশ এইচটিএস-এর নিয়ন্ত্রণে রয়েছে। দামেস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত গোষ্ঠীটি সিরিয়া ও রুশ মিত্র বাহিনীর সঙ্গে নিয়মিত সংঘর্ষ চালিয়ে আসছে।

নভেম্বরের শেষের দিকে সিরিয়ায় সরকারি বোমা হামলায় ছয় শিশুসহ মোট ৯ জন বেসামরিক লোক নিহত হয়।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন