১৮ মে ২০২৪, শনিবার



অর্থনীতি
প্রিন্ট

মুনাফায় আইটি খাতের বেশিরভাগ কোম্পানি

স্টাফ রিপোর্টার || ০৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১০:৩২ পিএম
মুনাফায় আইটি খাতের বেশিরভাগ কোম্পানি


পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের বেশিরভাগ কোম্পানির চলতি অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২০২২) মুনাফা বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ৯টির আয় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে  জানা গেছে, আইটি খাতে মোট ১১ কোম্পানি রয়েছে। এর মধ্যে ১০  কোম্পানি চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর ২০২২)সহ প্রথমার্ধের তথ্য প্রকাশ করেছে। আলোচ্য প্রান্তিকে ৯ কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে। অন্যদিকে আয় কমেছে মাত্র ১টি কোম্পানির।

চলতি অর্থবছরের প্রথমার্ধে আমরা নেটওয়ার্কসের ইপিএস হয়েছে ২ দশমিক ৩৫ টাকা। এর আগের বছর একই সময়ে যা ছিল ০ দশমিক ৯০ টাকা। ইপিএস বেড়েছে ১ দশমিক ৪৫ টাকা বা ১৬১ শতাংশ।  

‘আমরা টেকনোলজি’র চলতি অর্থবছরের প্রথমার্ধে ইপিএস হয়েছে ০ দশমিক ৫৪ টাকা। এর আগের বছর যা ছিল ১ দশমিক ১০ টাকা। ইপিএস কমেছে  ০.৫৬ টাকা। বিডিকম অনলাইনের চলতি বছরের প্রথমার্ধে ইপিএস হয়েছে ০ দশমিক ৭৭ টাকা। এর আগের অর্থবছরের একই সময়ে যা ছিলো ০ দশমিক ৭৫ টাকা। অর্থাৎ শেয়ার প্রতি আয় বেড়েছে ২.৬৭ শতাংশ।

ঢাকা বিজনেস/তারেক/এনই



আরো পড়ুন