২৩ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

আমার দেশ

মো. রাকিব হাসান || ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ পিএম
আমার দেশ


আমার দেশে রূপের মেলা,
নদী-বাতাস দোলের খেলা। 
সোনার মাঠে সোনালি ধান,
সবুজ ভরা বুকেরই প্রাণ । 

নদী বাঁধে সুরের বাঁধন, 
পাখির ডাকে সুরের সাধন। 
এ মাটি যে মায়ের মতো, 
আগলে রাখে বুকে যত। 

তুফান-বাদল আসুক যত, 
এ দেশ  আমার মায়ের মতো। 
রক্তে মেখে গড়া মাটি,
প্রাণে-প্রাণে থাকুক খাঁটি ।



আরো পড়ুন