হৃদয় নামে বয়ে চলে নদীর কলতান,
বাতাস এসে যায় শুনিয়ে নীল সাগরের গান।
ঢেউয়ের দোলায় যায় ভেসে যায় দূরে চাঁদের আলো,
তুমি যেমন স্নিগ্ধ ছিলে, আছ তেমন ভালো।
নদীর ঢেউয়ে আঁকি তোমার ছবি,
হাসির ছোঁয়ায় ঝরে ফুলের রবি।
নীল সাগরের গভীর-জলের স্বপ্নে,
তুমি আছ মেঘের গহীন বর্ণে।
তোমার ছোঁয়ায় ওই বয়ে যায় বাতাস,
হাওয়ায় হাওয়ায় বিলিয়ে যায় ফুলেরই সুবাস।