আমার দেশ


মো. রাকিব হাসান , : 22-02-2025

আমার দেশ

আমার দেশে রূপের মেলা,
নদী-বাতাস দোলের খেলা। 
সোনার মাঠে সোনালি ধান,
সবুজ ভরা বুকেরই প্রাণ । 

নদী বাঁধে সুরের বাঁধন, 
পাখির ডাকে সুরের সাধন। 
এ মাটি যে মায়ের মতো, 
আগলে রাখে বুকে যত। 

তুফান-বাদল আসুক যত, 
এ দেশ  আমার মায়ের মতো। 
রক্তে মেখে গড়া মাটি,
প্রাণে-প্রাণে থাকুক খাঁটি ।


উপদেষ্টা সম্পাদক: সামছুল আলম
সম্পাদক:  উদয় হাকিম
প্রকাশক: লোকমান হোসেন আকাশ



কার্যালয়: বসতি অ্যারিস্টোক্র্যাটস (লেভেল-৩), প্লট- ০৬,
ব্লক- এস ডব্লিউ (এইচ), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা।
মোবাইল: ০১৩২৯৬৮১৬২৫,
ইমেইল: dhakabusines@gmail.com