২৩ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

মেলায় এসেছে সৌম্য সালেকের বিংশ একবিংশ

ঢাকা বিজনেস ডেস্ক || ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:০২ এএম
মেলায় এসেছে সৌম্য সালেকের বিংশ একবিংশ


বিংশ একবিংশ। কবিতা, চিত্রকলা, সংগীত, নাটক ও সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গ নিয়ে লেখা সৌম্য সালেকের প্রবন্ধের বই। বইটি প্রকাশ করেছে বুনন প্রকাশন। ১৪৪ পৃষ্ঠার বইটিতে রয়েছে একুশটি প্রবন্ধ। অমর একুশে গ্রন্থমেলায় বুননের ৩৫৬ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। 

বই সম্পর্কে সৌম্য সালেক বলেন, 'কবিতা, চিত্রকলা কিংবা শিল্পের অবগাহনে হৃদয়ে যে স্ফূর্তি জেগেছে তা সেই কবি ও শিল্পীর কাছে কিংবা শিল্পীপ্রেমীদের কাছে লোকে লোকে শুনিয়ে আসার অবকাশ নেই তাই রচনার আঙ্গিকে উন্মুক্তভাবে তুলে ধরার প্রয়াস চালিয়েছি। শিল্পবোধের সঞ্চার, চিত্তবৃত্তি, যুগ-বিশ্লেষণ কিংবা মানবতার কল্যাণের স্বার্থে এসব বক্তব্য যদি কালে কালে হাতে গোনা কয়েকজন হৃদয়বাদী মানুষকেও আকর্ষণ করে তবে শ্রম সার্থক হয়েছে বলে তৃপ্তি পাব।'

বিংশ একবিংশ গ্রন্থের রচনার মধ্যে: 'মধুসূদনের আত্মবিলাপ', 'জীবনানন্দের জীবন মৃত্যুর দ্বৈরথ', 'নজরুলের বিদ্রোহী: বিশ্ববীক্ষার অনন্য পাঠ', 'কহলীল জিবরান ও হৃদয়ের আধিপত্য', 'আল মাহমুদের স্বর্ণলেখা' 'সুলতানের রম্য অভিনিবেশ', 'পৌষ ফাগুনের পালা', 'উম্মে কুলসুম ও তার সহস্ররাত্রির গাথা' এবং 'বিংশ একবিংশ' শীর্ষক রচনা উল্লেখযোগ্য। 

প্রচ্ছদ করেছেন কবি খালেদ চৌধুরী এবং বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা।



আরো পড়ুন