২৩ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার



হিলিতে কমেছে ডিমের দাম

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ০৮ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:০২ পিএম
হিলিতে কমেছে ডিমের দাম


দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে প্রতিপাতা (৩০ টি) ডিমের দাম কমেছে ৮০ টাকা। গেলো শনিবার (১ ফেব্রুয়ারি) প্রতিপাতা ডিম ৩৪০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি হয়েছে। আর ৮ ফেবব্রয়ারি (শনিবার) বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকা পাতা দরে। 

ক্রেতারা বলছেন, ডিমের দাম কিছুটা কমেছে। তরে আরও একটু কমলে নিম্নআয়ের মানুষদের জন্য ভালো হতো। আর বিক্রেতারা বলছেন, আগে ডিমের দাম মোকামেই বেশি ছিল। তাই তারা বেশি দামে বিক্রি করেছেন। এখন দাম কমে এসেছে। তারাও কম দামে বিক্রি করছেন। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) কথা হিলিবাজারে ডিম কিনতে আসা মো. জাকির হোসেন বলেন, গেলো সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ডিমের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে প্রতিপাতা ডিম কিনেছি ৩৪০ টাকা পাতা দরে । আর এ সপ্তাহে কিনলাম ২৫০ টাকা পাতা দরে। এতে সাধারণ মানুষের মাঝে কিচুটা স্বস্তি ফিরেছে। 

আরেক ক্রেতা মো. জোবায়ের হোসেন বলেন,  আমি হালি (৪ টি) হিসেবে ডিম কিনি। তবে গত শনিবার যে ডিম কিনেছিলাম ৪৮ টাকা হালি দরে, আজ কিনেছি ৪৫ টাকা হালি দরে। 

জোবায়ের হোসেন আরও বলেন, তবে ডিমের দাম ৪০ টাকা হালি হলে আমাদের জন্য ভালো হতো। সবশ্রেণীর মানুষ কম দামে  ডিম কিনতে পারতো। 

হিলিবাজারের ডিম বিক্রেতা মো. ছিদ্দিক হোসেন ঢাকা বিজনেসকে বলেন, আমরা রংপুরের মোকাম থেকে পাইকারি ডিম কিনে এনে হিলিতে বিক্রি করি। গত সপ্তাহে ৩৩০ টাকা পাতা (৩০) কিনে ৩৪০ থেকে ৩৫০ টাকা দরে বিক্রি করেছি। আর যেসব ক্রেতা খুচরা হালি দরে ডিম কেনেন, তাদের কাছে ৪৮ টাকা হালি দরে বিক্রি করেছি। 

ছিদ্দিক হোসেন আরও বলেন, এ সপ্তাহে মোকামে ডিমের দাম কমেছে। এখন ৪২ থেকে ৪৩ টাকা হালি কিনে খুচরা ৪৫ টাকা হালি দরে বিক্রি করছি। মোকামে দাম কমলে আমরাও কম দামে বিক্রি করবো। 



আরো পড়ুন