সিরিজের প্রথম টি-২০তে নিউজিল্যান্ডের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। টস জিতে বল করতে নেমে কিউইদের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৯.২ ওভারে ৫ উইকেটে ৫০ রান।
বুধবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বল হাতে প্রথম ওভার করতে আসেন মাহেদী হাসান। ওভারের তৃতীয় ডেলিভারিতেই ওপেনার টিম সেইফার্টকে বোল্ড করেন তিনি।
পরের ওভারে আক্রমণে এসে আরও আগ্রাসী হন শরিফুল ইসলাম। এবার আরেক ওপেনার ফিন অ্যালেনকে দ্বিতীয় বলে সাজঘরে ফেরান তিনি। পরের ডেলিভারিতে বিপদজনক গ্লেন ফিলিপসকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এ পেসার।
শুরুতেই টপ অর্ডারের উইকেট হারিয়ে বেশ ব্যাকফুটে চলে যায় নিউজিল্যান্ড। মার্ক চাপম্যান ও ড্যারিল মিচেল বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে তাদের সফল হতে দেননি মাহেদী। নিজের দ্বিতীয় ওভারে ১৪ রান করা মিচেলকে বোল্ড করেন তিনি।
পঞ্চম উইকেটে ৩০ রান যোগ করেন মার্ক চাপম্যান ও জিমি নিশাম। ক্রমেই ভয়ংকর হয়ে উঠছিল এ জুটি। এবার ত্রাতা হয়ে আসেন রিশাদ হোসেন। নিজের দ্বিতীয় ডেলিভারিতেই ১৯ রানে থাকা চাপম্যানকে সাজঘরে ফেরান এ লেগপ্সিনার।