টানা ৩ দিনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে হিলিবাসীর জনজীবন। বৃষ্টির কারণে বেশি বিপাকে পড়েছে শ্রমজীবি মানুষেরা। তারা বৃষ্টির কারণে কাজ করতে পারছেন না। অটোবাইক-চালকেরা বাইক নিয়ে বের হলেও মিলছে না যাত্রী। ব্যবসা বাণিজ্যেও চলছে মন্দাভাব। ব্যবসায়ীরা দোকান খুলে বসে থাকলেও ভুগছেন ক্রেতা সংকটে। অতি প্রয়োজন ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছেন না।
রোববার (৬ অক্টোবর) কথা হয়, মিল চাতালের কাজ করা শ্রমিক আব্দুর রফিকের সঙ্গে। তিনি বলেন, ‘আমি চাতালে ধান শুকানোর কাজ করি। কিন্তু টানা ৩ দিনের বৃষ্টির কারণে সকালে এসে রোদের আশায় দুপুর পর্যন্ত বসে থেকে বাড়ি ফিরছি। আগের যা সঞ্চয় ছিল, তা দিয়ে কোনো মতে সংসার চালাচ্ছি। জানি না আর কতদিন এই অবস্থা থাকবে।’
অটোবাইক-চালক মো. মাহাবুব হোসেন বলেন, ‘প্রতিদিন অটো চার্জ দিয়ে বের হয়। কিন্তু কাঙ্ক্ষিত যাত্রী মিলছে না গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে। তারপর এ সড়ক-সে সড়ক টো টো করে ঘুরছি। যাতে বিদ্যুৎ বিলের খরচটা ওঠে।’
মাহাবুব আরও বলেন, ‘গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। এছাড়া, জায়গার তুলনায় অটোবাইকের সংখ্যা বেশি হওয়ায় যে যার মতো ভাড়া মারছেন।’
হিলি বাজারের মুদি ব্যবসায়ী মো. সাব্বির হোসেন বলেন, ‘সকাল থেকে দোকান খুলে বসে আছি বিক্রি নেই বললেই চলে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বাজারের আশেপাশের কিছু ক্রেতা ছাতা নিয়ে বাজারে এসে প্রয়োজনীয় খরচ নিয়ে দ্রুত বাড়ি ফিরছেন।’
হিলি বাজারের সবজি বিক্রেতা মো. সাদ্দাম হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘বৃষ্টির কারণে বাজারে একদিকে যেমন আমদানি কমেছে, অন্যদিকে বিক্রিও কমেছে। সকাল ১০ টার মধ্যে একটু বিক্রি হয়। তারপর হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে। ব্যবসায়ে চলছে মন্দাভাব।’