২৯ জুন ২০২৪, শনিবার



ভারতকে ২৭৩ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক || ১১ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
ভারতকে ২৭৩ রানের লক্ষ্য দিলো আফগানিস্তান


বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামে আফগানিস্তান। যেখানে অধিনায়ক শহিদী ও আজমতউল্লাহ ওমরজাইয়ের জুটিতে স্বাগতিকদের বিপক্ষে  নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭২ রান সংগ্রহ করে আফগানিস্তান।

বুধবার (১১ অক্টোবর) দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হয়। ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। 

ম্যাচের ১৪ ওভারের মধ্যে ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও চতুর্থ উইকেট জুটিতে শতাধিক রানের জুটি গড়ে আফগানিস্তান। আজমতউল্লাহ ওমরজাই ও শাহিদি মিলে ১২৮ বলে করেন ১২১ রান। 

এরপরে শাহিদি ও মোহাম্মদ নবি মিলে রানের খাতা এগিয়ে নেওয়ার দায়িত্ব নিলেও ব্যর্থ হন তারা। আর শেষদিকের ব্যাটসম্যানরা টপঅর্ডারের মতোই পরাস্থ হন। 

আফগানদের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি ও ওমরজাই করেন ৬২ রান।

ভারতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার জাসপ্রীত বুমরাহ। ২ উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া। আর একটি করে উইকেট দখল করেছেন শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব। 

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন