১৬ জুন ২০২৪, রবিবার



পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ: নিহত ৮৮

আন্তর্জাতিক ডেস্ক || ৩১ জানুয়ারী, ২০২৩, ০৬:৩১ পিএম
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ: নিহত ৮৮


পাকিস্তানে পেশোয়ারের পুলিশ লাইনস এলাকায় একটি মসজিদে বিস্ফোরণে ৮৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫৭ জন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দেশটির সংবাদমাধ্যম ডনের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়। 

পাকিস্তানে অত্যন্ত স্পর্শকাতর পুলিশ সদর দপ্তরের অভ্যন্তরে একটি মসজিদে সোমবার (৩০ জানুয়ারি) জোহরের নামাজের সময় এই বিস্ফোরণ ঘটে। নিহতদের অধিকাংশই পুলিশ সদস্য। এরপরেই সরকার দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। 

পাকিস্তান তালেবান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে ইসলামাবাদ সরকারের যুদ্ধবিরতি চুক্তি নভেম্বরে শেষ হওয়ার পর থেকে দেশটিজুড়ে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। সংগঠনটি প্রথমে হামলার দায় স্বীকার করলেও পরে অস্বীকার করে।

প্রতিবেদন থেকে জানা যায়, মসজিদটিতে তখন প্রায় তিন থেকে চারশ লোক ছিল বলে জানিয়েছে পুলিশ। এদের অনেকেই পুলিশ সদস্য বা কর্মকর্তা।

হামলাকারী কীভাবে এই এলাকায় প্রবেশ করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সদস্যদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে বলে ধারণা তদন্তকারীদের।

পেশোয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ ইজাজ খান বলেন, ‌‘বোমা নিয়ে হামলাকারী কম্পাউন্ডের সবচেয়ে সুরক্ষিত স্থানে পৌঁছে গেছেন। হামলার স্থানে নিরাপত্তায় গাফিলতি হওয়ার বিষয়টি স্পষ্ট।’    

কর্মকর্তারা বলেছেন, ‘বিস্ফোরণটি নামাজের জামায়াতের দ্বিতীয় সারি থেকে হয়েছে। তদন্তকারীরা আত্মঘাতী হামলার সম্ভাবনার বিষয় ধারণা করছেন।’

বেঁচে যাওয়া একজন পুলিশ সদস্য শহীদ আলী (৪৭) এএফপি’কে বলেন, ‘ইমাম নামাজ শুরু করার কয়েক সেকেন্ডের মধ্যেই বিস্ফোরণ ঘটে। আমি আকাশে কালো ধোঁয়া উঠতে দেখেছি। আমি আমার জীবন বাঁচাতে দৌঁড়ে বাইরে গিয়েছিলাম। মানুষের আর্তনাদ এখনো আমার মনে প্রতিধ্বনিত হচ্ছে।’

দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক বিবৃতিতে বলেছেন, ‘যারা পাকিস্তানকে রক্ষা করার দায়িত্ব পালন করে তাদের ভয় দেখাতে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।’ 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন