০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



বাংলাদেশের লিড, ১৯১ করে ফিরলেন মুশফিক

ঢাকা বিজনেস স্পোর্টস ডেস্ক || ২৪ আগস্ট, ২০২৪, ১১:৩৮ এএম
বাংলাদেশের লিড, ১৯১ করে ফিরলেন মুশফিক


রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ সময় কাটছে বাংলাদেশের। চতুর্থ দিনে লিড পেয়ে গেছে সফরকারী বাংলাদেশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৭ উইকেটে ৫৩০ রান। স্বাগতিক পাকিস্তানের চেয়ে ৮২ রানে এগিয়ে বাংলাদেশ। 

তবে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন মুশফিকুর রহিম। ১৯১ (৩৪১ বল) করে কট বিহাইন্ড হয়ে গেছেন তিনি। এটি তার ১১তম টেস্ট সেঞ্চুরি। এর আগে তিনটি ডাবল সেঞ্চুরি ছিল মুশফিকের। দারুণ খেলেও হঠাৎ ধৈর্য্যচূতি ঘটে তার। মোহাম্মদ আলীর গুড লেন্থের বল অফ স্ট্যাম্পের কিছুটা বাইরে ছিল। মুশফিক বল না দেখার মতো ব্যাট চালিয়েছিলেন। ব্যাটের কানায় বল লেগে জমা পড়ে উইকেট কিপার রিজওয়ানের গ্লাভসে। ৫২৮ রানে পড়ে মুশফিকের সপ্তম উইকেট। 

১৬০ ওভারে ৭ উইকেটে বাংলাদেশের রান ৫৩০। উইকেটে আছেন মিরাজ, করেছেন ৬৬ রান। নতুন ব্যাটসম্যান হাসান মাহমুদ ৬ বলে খেলে তখনো রানের খাতা খুলতে পারেননি। 

এর আগে বাংলাদেশের ইনিংসের ১১৫.৩ ওভারে দুই রান নিয়ে শতক পেয়ে যান মুশফিক। ২০৩ বলে শত রান পূর্ণ করেন মুশফিক। দলীয় ৩৮৯ (৬ উইকেট) করে লাঞ্চ বিরতিতে গিয়েছিল টাইগাররা। 

চতুর্থ দিন সকালে ব্যাট হাতে মুশফিকের সঙ্গে নেমেছিলেন লিটন দাস। আগের দিন মুশফিক ৫৫ এবং লিটন ৫২ রানে অপরাজিত ছিলেন। আর মাত্র ৪ রান যোগ করে বিদায় নেন লিটন। দলীয় রান তখন ছিল ৩৩২। 

এর আগে পাকিস্তান ৪৪৮/৬ করে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি টানে। সেঞ্চুরি করেছিলেন সউদ শাকিল (১৪১) এবং রিজওয়ান (১৭১ অপরাজিত)। ওই দুই সেঞ্চুরির জবাবে বাংলাদেশ বলার মতো একটা সেঞ্চুরি পেয়েছে। যদিও সম্মিলিতভাবে ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। বড় লিডের দিকেই যাচ্ছে তারা। 



আরো পড়ুন