২৬ জুন ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

সূচকের পতনে লেনদেন শেষ

স্টাফ রিপোর্টার || ১১ এপ্রিল, ২০২৩, ০৩:০৪ পিএম
সূচকের পতনে লেনদেন শেষ


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১১ এপ্রিল) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণও এদিন কমেছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৪৪২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইতে আগের দিন থেকে ২৬ কোটি ৯৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৯৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে ২৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৩টির।

সিএসই সার্বিক সূচক কমেছে ১৮ পয়েন্ট। মঙ্গলবার সিএসইতে ৬ কোটি ৮ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন