০২ জুন ২০২৪, রবিবার



২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো সম্ভব: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক || ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:৩১ পিএম
২৪ ঘণ্টায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানো সম্ভব: ট্রাম্প


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‌‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে আমার মাত্র ২৪ ঘণ্টা লাগবে। আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এখন থাকলে কখনোই যুদ্ধ বাঁধতে দিতাম না।’

শুক্রবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম একটি ভিডিও বার্তায় এমন দাবি করেন ট্রাম্প। শনিবার (২৮ জানুয়ারি) ইন্ডিপেনডেন্ট ডট ইউকে’র একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।  

ট্রাম্প বলেন, ‘এখনো প্রেসিডেন্ট পদে বসতে পারলে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দিতাম।’

বৃহস্পতিবার বাইডেনের উদ্দেশে ট্রাম্প বলেছিলেন, ‘একবার যুদ্ধের জন্য ইউক্রেনকে ট্যাংক দিচ্ছে যুক্তরাষ্ট্র, এরপর তো পরমাণু অস্ত্রও দেবে। সময় নষ্ট না করে এই যুদ্ধ থামান।’ 

এদিকে, ট্রাম্প ইতোমধ্যে ঘোষণা করেছেন যে তিনি ২০২৪ সালের রাষ্ট্রপতি পদে রিপাবলিকানদের হয়ে আবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ফেব্রুয়ারি পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন