২৬ জুন ২০২৪, বুধবার



হিলিবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু

হিলি (দিনাজপুর) সংবাদদাতা || ৩০ জুলাই, ২০২৩, ১২:০৭ পিএম
হিলিবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু


পবিত্র আশুরা উপলক্ষে এক দিন বন্ধের পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে। রোববার (৩০ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে ভারত থেকে আমদানি করা পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ শুরু করে।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের বন্দর বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম সুইট তথ্যটি নিশ্চিত করেন।

রবিউল ইসলাম সুইট বলেন, 'শনিবার (২৯ জুলাই) পবিত্র আশুরার সরকারি ছুটির কারণে হিলিবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। রোববার থেকে দু’দেশের মাঝে আমদানি-রপ্তানি চালু হয়েছে।'

হিলি ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, 'আশুরার সরকারি ছুটির কারণে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।'

ঢাকা বিজনেস/বুলু/এন/ 



আরো পড়ুন