১৮ মে ২০২৪, শনিবার



মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ জনগণই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:০৯ পিএম
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ জনগণই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে: প্রধানমন্ত্রী


মহান মুক্তিযুদ্ধের চেতনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তিনি বলেন,‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ বাংলাদেশের জনগণই আগামীতে দেশকে এগিয়ে নিয়ে যাবে।’ শুক্রবার (১৫ সেপ্টেম্বর) শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরে ‘১৯৭৩-২০২৩ রেট্রোস্পেকটিভ’ শীর্ষক বিশেষ শিল্প প্রদর্শনীর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘একজন শিল্পীর চিত্রকলা হৃদয় দিয়ে বোঝা যায় ও তা একই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ও চেতনাকে জাগ্রত করে। মুক্তিযুদ্ধের বিজয়কে বিকৃত করার বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে।’

 শেখ হাসিনা বলেন, ‘শাহাবুদ্দিন আহমেদের চিত্রকর্মের প্রদর্শনী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি বাংলাদেশের প্রকৃতি, দেশের জনগণের অবস্থা ও মুক্তিযুদ্ধের চেতনাকে জনগণ, বিশেষ করে বাংলাদেশের তরুণ-তরুণীদের সামনে তুলে ধরছে। জনগণ এই প্রদর্শনীর মাধ্যমে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিল্পীর অনুভূতি জানার পাশাপাশি তার অনেক দুর্লভ চিত্রকর্ম দেখার সুযোগ পাবেন ’

মাসব্যাপী প্রদর্শনীর সফলতা কামনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের বিজয় আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাহাবুদ্দিন একজন মুক্তিযোদ্ধা ছিলেন ও মনে হয় তিনি এখনও একজন মুক্তিযোদ্ধা, কারণ তার শিল্পকর্ম মুক্তিযুদ্ধের চিন্তা ও চেতনাকে প্রতিফলিত করে, যা আমাকে আরও অনুপ্রাণিত করে।’

এর আগে প্রধানমন্ত্রী ফিতা কেটে রেট্রোস্পেকটিভ প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি প্রদর্শনীতে প্রদর্শিত চিত্রকর্মগুলোও পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ‘শাহাবুদ্দিন, এ রেট্রোস্পেকটিভ ১৯৭৩-২০২৩’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন