০২ জুন ২০২৪, রবিবার



কমলাপুরে ‘একতা এক্সপ্রেস’ লাইনচ্যুত

ঢাকা বিজনেস ডেস্ক || ২৬ ডিসেম্বর, ২০২৩, ১২:১২ পিএম
কমলাপুরে ‘একতা এক্সপ্রেস’ লাইনচ্যুত


পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস (৭০৫) ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর স্টেশন এলাকাতেই লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

ট্রেনটি সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ার কথা থাকলেও সেটি ঢাকা ছাড়ে ১০টা ২৩ মিনিটে।

স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, পঞ্চগড়গামী ট্রেনটি কমলারপুর থেকে ছেড়ে যাওয়ার পর স্টেশন এলাকাতেই লাইনচ্যুত হয়। এখনও উদ্ধার কাজ চলমান। তবে অন্যান্য লাইন দিয়ে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে এবং স্টেশনে ঢুকছে।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ট্রেনটি প্লাটফর্ম ত্যাগ করে মূল লাইনে ওঠার মূহূর্তে মাঝের একটি কোচের চাকা লাইনচ্যুত হয়। তবে ট্রেনটির গতি কিছুটা কম থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন