০৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার



মন্ত্রণালয়গুলোকে মিতব্যয়ী হতে হবে: প্রধানমন্ত্রী

ঢাকা বিজনেস ডেস্ক || ১৫ জানুয়ারী, ২০২৪, ০৯:৩১ এএম
মন্ত্রণালয়গুলোকে মিতব্যয়ী হতে হবে: প্রধানমন্ত্রী


মন্ত্রণালয়গুলোকে মিতব্যয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের প্রত্যেক মন্ত্রণালয়কে খেয়াল রাখতে হবে কোনোরকম অপচয় যেন না হয়। মিতব্যয়ী হতে হবে। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলতে হবে।’ সোমবার (১৫ জানুয়ারি) নিজ কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে তিনি এই নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন,  ‘যেসব জিনিস খুব বেশি প্রয়োজন নেই, সেখানে অহেতুক খরচ করবো না। হিসাব করে চলতে হবে, সেদিকে সবাই খেয়াল রাখবেন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এবার নির্বাচনে আমরা যে ভোট পেয়েছি, তা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যে আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়ন করেছে, তারই ফল। জনগণ আওয়ামী লীগকে ভোট দেওয়ার একটাই কারণ, তারা চায় উন্নয়নের গতিধারা অব্যাহত থাকুক। কাজেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে।’

সরকারপ্রধান বলেন, ‘আন্তর্জাতিকভাবে ও দেশের অভ্যন্তরে বৈরী পরিবেশ আছে। সেগুলো মোকাবিলা করেই এগোতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে। ইশতেহার অনুযায়ী করণীয় সুনির্দিষ্ট করে এগিয়ে যেতে হবে।’ 

প্রধানমন্ত্রী বলেন, ‘অদ্ভুত ব্যাপার হলো খাদ্যপণ্যের যখন একটু দাম বাড়ে, কৃষক খুশি হয়। কিন্তু ভোক্তারা দুঃখ পায়, তাদের ওপর চাপ এসে পড়ে। এখানে ভারসাম্য করতে হবে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’



আরো পড়ুন