০৪ মে ২০২৪, শনিবার



ব্যর্থ মুস্তাফিজ, হারলো চেন্নাই

ক্রীড়া ডেস্ক || ২৪ এপ্রিল, ২০২৪, ১২:০৪ এএম
ব্যর্থ মুস্তাফিজ, হারলো চেন্নাই


জয়ের জন্য শেষ ওভারে ১৭ রান দরকার ছিল লখনৌয়ের। কঠিন এই লক্ষ্যটা সহজেই তাড়া করে দলকে জয় এনে দিলেন মার্কাস স্টয়নিস। আর এটা সম্ভব হয়েছে মুস্তাফিজুর রহমানের এলোপাথাড়ি বোলিংয়ে। শেষ ওভারে ১৭ রান আটকাতে এসে ৩ বলে ১৯ রান দিয়েছেন টাইগার এই পেসার। আর তাতে চিপাক স্টেডিয়ামে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জিতল লখনৌ।

চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে লখনৌ সুপারজায়ান্টস। চেন্নাইয়ের দেয়া ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় লোকেশ রাহুলের দল।

ব্যাট হাতে লখনৌয়ের ম্যাচ জয়ের নায়ক স্টয়নিস। ১৩ চার ও ৬ ছক্কায় ৬৩ বলে ১২৪ রান করে দলকে অবিশ্বাস্য জয় এনে দেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। মুস্তাফিজের শেষ ওভারে একাই ৩ চার ও একটি ছক্কা মারেন এই বিধ্বংসী ব্যাটার। 

এই হারে পয়েন্ট টেবিলে এক ধাপ নিচে নেমে গিয়েছে চেন্নাই। ৮ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে দলটি। অন্যদিকে তাদের হারিয়ে চারে উঠে এসেছে লখনৌ। চেন্নাইয়ের সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট রাহুলের দলের। ৮ ম্যাচের ৭টিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রাজস্থান রয়‍্যালস। 



আরো পড়ুন