বলিউডের হার্টথ্রব নোরা ফাতেহি। নাচের দক্ষতা দিয়ে পেয়েছেন পরিচিতি। ‘দিলবার’, ‘কামারিয়া’, ‘সাকি সাকি’, ‘গারমি’সহ অনেক জনপ্রিয় গানে নেচে দর্শকমনে জায়গা করে নিয়েছেন তিনি। নাচের কারণেই তার পরিচিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব নোরা। বিশেষ করে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে প্রায়ই ভক্তদের জন্য তার ছবি ও ভিডিও পোস্ট করেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ার সংখ্যাও প্রায় সাড়ে ৪ কোটি।
সম্প্রতি ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন নোরা ফাতেহি। তাতে দেখা যায়, নোরা ফাতেহির পরনে ইতালির বিলাসবহুল ব্র্যান্ড ডলস অ্যান্ড গাব্বানার টপ। ছবিতে আবেদনময়ী লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। তারচেয়েও বেশি আলোচনায় রয়েছে ছবির ক্যাপশন। তাতে নোরা ফাতেহি লিখেছেন, ‘আমি যদি দুশ্চরিত্রা হতাম, তবে নিজেকে ঘৃণা করতাম।’
ছবিতে এমন ক্যাপশন কেন দিলেন নোরা?এই প্রশ্ন সবার মনে। কিন্তু, খোলাসা করেননি অভিনেত্রী। তবে, নোরার রূপের প্রশংসা করছেন নেটিজেনরা।
নাচের ঝড়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে দারুণ পটু নোরা ফাতেহি। এ ভিডিওতেও ঘটেনি ব্যতিক্রম কিছু। প্রিয় অভিনেত্রীর নাচ দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন নেটিজেনরা।
প্রসঙ্গত, রিয়েলিটি শো ‘বিগ বস’র মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি।
ঢাকা বিজনেস/এন/