২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



৪০ টন চোরাই কয়লাসহ আটক ১১

বাগেরহাট সংবাদদাতা || ০১ এপ্রিল, ২০২৩, ০৫:৩৪ পিএম
৪০ টন চোরাই কয়লাসহ আটক ১১


বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদী থেকে একটি লাইটার জাহাজে করে ৪০ টন কয়লা পাঁচারের সময় কয়লাসহ ১১ জন শ্রমিককে আটক করেছে নৌ পুলিশ। শনিবার (১ এপ্রিল) জাহাজের চালক বাচ্চু মাঝিসহ আটক ১১ জন আনলোড শ্রমিককে বাগেরহাট কোর্টে সোপর্দ করা হয়েছে। 

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে ১১ জন শ্রমিকসহ লাইটার জাহাজটি আটক করা হলেও এখন পর্যন্ত মামলা দায়ের হয়নি।

সন্ন্যাসী নৌ ফাঁড়ি পুলিশের ওসি মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে মেসার্স রায়হান উদ্দিন আহম্মদ অ্যান্ড সন্স নামে লাইটার জাহাজটি পানগুছি নদীর পঞ্চকরণ এলাকা থেকে আটক করা হয়েছে। এতে ইট ভাটায় ব্যবহারের জন্য প্রায় ৪০ টন কয়লা রয়েছে। যার গন্তব্য জানা যায়নি। কয়লার ক্রয়-বিক্রয়ের কোনো প্রকার কাগজ তারা দেখাতে পারেননি।

আটক লাইটার জাহাজের মালিক শরণখোলা উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত বলেন, ‘জাহাজটি ইট ও কয়লা বহনের জন্য জনৈক বাচ্চু মাঝি ভাড়া নিয়েছেন। অবৈধ কয়লাসহ কোথাও আটক হয়েছে কিনা তা আমার জানা নেই। তবে, বাচ্চু মাঝির ফোন বন্ধ পাচ্ছি।’ 

এ বিষয়ে নৌ পুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার মো. শরিফুর রহমান বলেন, ‘কয়লাসহ আটক জাহাজের চালক বাচ্চু মাঝি কয়লার কাগজপত্র দেখানোর কথা বলে সময় নিয়েও ব্যর্থ হয়েছেন। তাই চালক বাচ্চু মাঝিসহ আটক ১১ জন আনলোড শ্রমিককে বাগেরহাট কোর্টে সোপর্দ করা হয়েছে। আর কয়লাসহ লাইটার জাহাজটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।’

শনিবার (১ মার্চ) রাত ৯টায় মোরেলগঞ্জ থানার ওসি মো. সাইদুর জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। 

বাপ্পা/এম



আরো পড়ুন