০৪ মে ২০২৪, শনিবার



দিনাজপুরে প্রচণ্ড তাপদাহ: বিপাকে শ্রমজীবীরা

আনোয়ার হোসেন বুলু, দিনাজপুর || ২০ এপ্রিল, ২০২৪, ০১:০৪ পিএম
দিনাজপুরে প্রচণ্ড তাপদাহ: বিপাকে শ্রমজীবীরা


টানা ৪ দিনের প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছেন দিনাজপুরের হিলির শ্রমজীবীরা। রোদ আর তীব্র গরমের কারণে প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। যারা বের হচ্ছেন, তারা জীবিকার সন্ধানে বাধ্য হয়েই বের হচ্ছেন। অটোচালক, ভ্যানচালকেরা বের হলেও মানুষজন রাস্তা-ঘাটে বের না হওয়ায় মিলছে না যাত্রী। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন হিলি বন্দরের শ্রমিকেরা। 

অটোচালক মো. আরাফাত আলী বলেন, ‘সকালে অটো নিয়ে বের হয়েছে। রোদের কারণে মানুষ রাস্তায় বের হচ্ছেন না। তাই যাত্রীও তেমন একটা মিলছে না। তারপরও এ রাস্তায়, সে রাস্তায় ঘুরছি। গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) ৩০০ টাকা আয় হয়েছে। নিজের অটো বলে ভাড়া দিতে হয় না। শুধু বিদ্যুৎ বিল দিতে হবে।’ 

আরাফাত আরও বলেন, ‘যারা ভাড়ায় অটো বাইক চালান। তারা তো বেশি বিপাকে পড়েছেন। ভাড়ায় দিয়ে হয় ২০০ থেকে ২৫০ টাকা। তাদের জন্য সংসার চালানোয় মুশকিল হয়ে পড়েছে।’

হিলিবন্দরের শ্রমিক মো. দেলোয়ার হোসেন বলেন, ‘রোদের কারণে বন্দরের ভেতরে ফাঁকা মাঠে আমদানি করা পণ্য খালাসসহ বাংলাদেশি ট্রাকে লোড দিতে গরমের কারণে হাফিয়ে উঠতে হচ্ছে। একটু কাজ করার পর বিশ্রাম নিয়ে ফের কাজ শুরু করছেন শ্রমিকেরা। 

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মো. তোফাজাল হোসেন ঢাকা বিজনেসকে বলেন, ‘আজ শনিবার (২০ এপ্রিল) দিনাজপুর জেলায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩৫ ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে। আর বাতাসের আদ্রতা ৬০ শতাংশ রেকর্ড করা হয়েছে।’



আরো পড়ুন