১৮ মে ২০২৪, শনিবার



টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || ০৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৯ পিএম
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তান বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বুধবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি।

সুপার ফোরের এই ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন চলতি আসরের এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক নাজমুল হোসেন শান্ত। রানমেশিন শান্তর বিকল্প হিসেবে একাদশে তিনে কে খেলবেন, তা নিয়েই চিন্তার ভাঁজ টিম ম্যানেজমেন্টে।

এদিকে ভাইরাল জ্বর থেকে সেরে ওঠে দলের সঙ্গে যোগ দিয়েছেন ওপেনার লিটন দাস।

বাংলাদেশ একাদশ 

নাইম শেখ, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামিম হোসেন, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

পাকিস্তানের একাদশ

ফখর জামান, ইমাম উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন