২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার



ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা পেলেন দেড় হাজার রোগী

চুয়াডাঙ্গা প্রতিনিধি || ১৩ এপ্রিল, ২০২৪, ০৫:৩৪ এএম
ঈদের ছুটিতে ফ্রি চিকিৎসা পেলেন দেড় হাজার রোগী


চুয়াডাঙ্গায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের ২য় দিন শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৯ টায় শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়। চুয়াডাঙ্গা শহরের ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মুগদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আলমঙ্গীর হোসেন জনি এই তথ্য জানান। 

এই চিকিৎসক বলেন, ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিভিন্ন বয়সের প্রায় দেড় হাজার নারী-পুরুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। 

এ সময় সহযোগিতায় ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজের নাক-কাল-গলা বিভাগের চিকিৎসক ডা. রিয়াসাদ জামান তুলন, ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. সউদ কবির মালিক জোয়ার্দ্দার ও ডা. নাজমুস সাকিব রচি।

ডা. আলমগীর হোসেন জনি বলেন, ‘আমি চুয়াডাঙ্গার সন্তান। চুয়াডাঙ্গার ওপর আমার অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। আমি আমার বন্ধুদের উদ্যোগে বিগত ৪ বছর এমন ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করছি। তারই ধারাবাহিকতায় এবারও ঈদের ছুটিতে বাড়ি এসে আমরা অহেতুক আড্ডা দিয়ে সময় নষ্ট না করে ভালো কাজে লাগাতে এই আয়োজন করেছি। গ্রামগঞ্জের যে সব গরিব অসহায় রোগী আছেন, যাদের ট্রমা বা আঘাতজনিত যে-কোনো সমস্যা, কোমর ও হাঁটুর যে-কোনো ধরনের জটিল সমস্যা, ঘাড় ও কোমর ব্যথা তাদের চিকিৎসা দিচ্ছি। পাশাপাশি যে-কোনো ধরনের হাড়ভাঙাজনিত সমস্যা, আথ্রাইটিস, বাতের ব্যথা এবং হাড় ক্ষয়জনিত সমস্যা, হাঁটু ব্যথায় ভুগছেন তাদেরও চিকিৎসা দিচ্ছি। এছাড়া, অর্থোপেডিক সংক্রান্ত যেসব রোগী আছেন, যারা চিকিৎসা সেবার আওতার বাইরে থাকেন, আমরা তাদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা , ফ্রি ওষুধ, ফ্রি ইনজেকশন দিচ্ছি। এমনকি ওষুধ কেনার জন্যে আর্থিক সহায়তাও দিচ্ছি।’

ঢাকা বিজনেস/মিজান/ 



আরো পড়ুন