২৬ জুন ২০২৪, বুধবার



অর্থনীতি
প্রিন্ট

ব্লক মার্কেটে ৯৫ কোটি টাকার লেনদেন

স্টাফ রিপোর্টার || ০৬ এপ্রিল, ২০২৩, ০৮:০৪ পিএম
ব্লক মার্কেটে ৯৫ কোটি টাকার লেনদেন


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার (৬ এপ্রিল) ব্লক মার্কেটে মোট ৬৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১ কোটি ৫ লাখ ১৪ হাজার ৯১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৯৫ কোটি ৪০ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র সূত্রটি বলছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বেক্সিমকো গ্রিন সুকুকের। বেক্সিমকো গ্রিন সুকুক ২৭ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। বেক্সিমকো ফার্মা ২৭ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সি পার্ল বিচ ৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- আমরা নেটওয়ার্কস ২ কোটি ২৬ লাখ, এডিএন টেলিকম ১ কোটি ৩০ লাখ, আল-হাজ্ব টেক্সটাইল ৩ কোটি ৬৬ লাখ, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, বেক্সিমকো ১ কোটি ৩ লাখ, আইবিবিএল সেকেন্ড পারপেচ্যুয়াল বন্ড ১ কোটি ২৯ লাখ, ম্যারিকো ১ কোটি ৬৫ লাখ, মোজাফফর হোসেন স্পিনিং ১ কোটি ৪০ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা বিজনেস/টি/এম



আরো পড়ুন