২৬ জুন ২০২৪, বুধবার



১৮ বলে লিটনের হাফ সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক || ২৯ মার্চ, ২০২৩, ০৪:০৩ পিএম
১৮ বলে লিটনের হাফ সেঞ্চুরি


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাট করছে টাইগাররা। বৃষ্টির কারণে ১৭ ওভারের খেলা চলছে। ব্যাটিংয়ে নেমেই ১৮ বলে হাফ সেঞ্চুরি হাকিয়েছেন লিটন। অপরদিকে রনি ২৩ বলে ৪৪ রান করে আউট হয়েছেন।   

এদিকে, দেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন টাইগার ওপেনার লিটন। এতে তিনি ১৬ বছরের পুরোনো মোহাম্মদ আশরাফুলের রেকর্ড ভেঙে দিলেন। ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটির রেকর্ড গড়েছিলেন তিনি।

প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩০ রান। ব্যাট করছেন লিটন-সাকিব। 

বাংলাদেশ একাদশ

লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটওয়ারী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), রস অ্যাডায়ার, লোরকান টাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ফিওনেন হ্যান্ড, গ্রাহাম হিউম ও বেন হোয়াইট। 

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন