২২ নভেম্বর ২০২৪, শুক্রবার



আরেক দফা ঝাঁজ বাড়লো পেঁয়াজের

আনোয়ার হোসেন বুলু ,দিনাজপুর || ১০ জুলাই, ২০২৪, ১০:৩৭ এএম
আরেক দফা  ঝাঁজ বাড়লো পেঁয়াজের


দিনাজপুরের হিলিতে আরেক দফা বাড়লো দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম। এক সপ্তাহ আগে গেলো বুধবার (৩ জুলাই) প্রতিকেজি দেশি পেঁয়াজ ৮৫ থেকে ৯০ টাকা দরে বিক্রি হলেও বুধবার (১০ জুলাই) বিক্রি হচ্ছে ১০০ টাকা দরে। আর ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে। ক্রেতারা বলছেন, প্রতিদিনই পেঁয়াজের দাম বাড়ছে। কোরবানির আগে ছিল ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা কেজি। দেশি পেঁয়াজ ছিল ৮০ টাকা কেজি। তারপর বাড়তে বাড়তে এখন ১০০ টাকায় উঠেছে। বিক্রেরারা কখনো আমদানি কম আবার কখনো সরবরাহ কমে অজুহাতে দাম বাড়িয়ে দিচ্ছেন। 

বুধবার (১০ জুলাই) হিলিবাজারে পেঁয়াজ কিনতে আসা মো. খবির উদ্দিন বলেন, ‘গেলো বুধবার (১০ জুলাই) ভারতীয় পেঁয়াজ কিনি ৮০ টাকা কেজি। আর আজ  ১০ টাকা বেশি দিয়ে ৯০ টাকা কেজি দরে কিনতে হলো। বিক্রেতারা বলছেন, ভারত থেকে নাকি পেঁয়াজ কম আসছে। তাই পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়েছে।’ 

আরেক পেঁয়াজ ক্রেতা মো. শমসের আলী বলেন, ‘আমি দুই দিন আগেও (সোমবার) প্রতিকেজি দেশি পেঁয়াজ ৯০ টাকা কেজি কিনেছি। আর দুই দিন পর আজ  ১০০ টাকা কেজি দরে কিনতে হলো।’

শসসের আলী আরও বলেন, ‘ভারতীয় পেঁয়াজ আমদানি কমে অজুহাতে ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের দামও বাড়িয়ে দিয়েছেন। আবার কখনো বলছেন, দেশি পেঁয়াজের সরবরাহ কমে গেছে। তাই দাম বেড়েছে।’

খুচরা পেঁয়াজ বিক্রেতা মো. ফেরদৌস রহমান বলেন, ‘এক সপ্তাহ আগে দেশি পেঁয়াজ ৮৫ টাকা কেজি দরে কিনে ৯০ টাকা দরে বিক্রি করেছি। আর এখন ৯৫ টাকা কেজি দরে কিনে ১০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। আর ভারতীয় পেঁয়াজ ৭৫ টাকা কেজি দরে কিনে ৮০ টাকায় বিক্রি করি। বর্তমানে ৮৫ টাকা কেজি দরে কিনে ৯০ টাকায় বিক্রি করছি।’ 

পেঁয়াজ আমদানিকারত মো. শহিদুল ইসলাম ঢাকা বিজনেসকে বলেন, ‘ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় আমদানিকারকেরা পেঁয়াজ আমদানি কমিয়ে দিয়েছেন।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘৪০ শতাংশ শুল্কের কারণে প্রতিকেজি পেঁয়াজে ২৫ টাকা বেশি গুনতে হচ্ছে। তাই ভারতীয় পেঁয়াজ বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’ 

এদিকে হিলি কাস্টমস সূত্রে জানা গেছে,  মঙ্গলবার (৯ জুলাই) হিলি বন্দর দিয়ে ৪ টি ভারতীয় ট্রাকে ১১৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। 



আরো পড়ুন