১৮ মে ২০২৪, শনিবার



আজ হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি || ০৭ এপ্রিল, ২০২৪, ১২:০৪ পিএম
আজ হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ


পবিত্র শবে কদরের সরকারি ছুটির কারণে আজ রোববার (৭ এপ্রিল) দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে স্বাভাবিক রয়েছে দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত ও হিলি চেকপোস্ট ইমিগ্রেশন ওসি শেখ আশরাফুল আলম। 

জামিল হোসেন চলন্ত বলেন, ‘আজ শবে কদরের সরকারি ছুটি। তাই হিলি বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে। তবে আগামীকাল  থেকে আবারও শুরু হবে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম।’

এদিকে হিলি চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ  আশরাফুল আলম ঢাকা বিজনেসকে বলেন, ‘আজ পবিত্র শবে কদরের সরকারি ছুটির কারণে হিলি বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম  বন্ধ থাকলেও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।’ 

ঢাকা বিজনে/বুলু/এনই



আরো পড়ুন