ব্রাজিলে মাদক চক্রের সঙ্গে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। রিও ডি জেনেইরোর উত্তরপূর্বে সাও গনসালো শহরে এ ঘটনা ঘটেছে। বার্তাসংস্থা রয়টার্সের একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৩ মার্চ) শ্রমিকদের আবাসিক এলাকা সালগেইরোতে মাদক চক্রের প্রধানকে গ্রেপ্তারে পুলিশের অভিযানে বাধা দিলে এই সংঘর্ষ হয়। পুলিশের দাবি, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। তবে, এসময় অপরাধের সঙ্গে সম্পর্ক নেই এমন তিন বাসিন্দা আহত হয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তারার মৃত্যুর সঙ্গে এই মাদক কারবারির জড়িত থাকার অভিযোগ ছিল। অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।
রিও ডি জেনেইরোর গভর্নর ক্লাউজো কাস্ত্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অন্য রাজ্যগুলো থেকে আসা ডাকাতদের আস্তানা হিসেবে রিওকে ব্যবহার করতে দেবো না আমরা।
ঢাকা বিজনেস/এম