১৮ মে ২০২৪, শনিবার



টাঙ্গাইলে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

টাঙ্গাইল সংবাদদাতা || ১০ ডিসেম্বর, ২০২৩, ০৩:১২ পিএম
টাঙ্গাইলে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল


টাঙ্গাইলে এবার ৪ লাখ ৯৩ হাজার ৭০০ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত বয়সী ৫৬ হাজার ১৪৯ জন শিশুকে একটি করে নীল রংয়ের ও ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুকে একটি করে লাল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।  রোববার (১০ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সিভিল সার্জন অফিসের উদ্যোগে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এক  অনুষ্ঠিত এসব তথ্য জানানো হয়েছে।

আগামী মঙ্গলবার টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। এই কার্যক্রম আওতায় জেলায় ৩ হাজার ১০টি কেন্দ্র খোলা হয়েছে। এ ছাড়াও ৭ হাজার ২৩৭ জন স্বাস্থ্য সহকারী ও কর্মী কাজ করবেন। অপরদিকে জেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ে ৫১৪ জন তদারককারী ক্যাম্পেইনের কাজ পর্যবেক্ষণ করবেন।    

ডেপুটি সিভিল সার্জন ডা. আজিজুল হকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন  টাঙ্গাইলের পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক আইভি ইয়াসমীন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা ইপিআই-এর সাবেক সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন