দুপুর আড়াইটায় শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান-ডে ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে ক্রিকেট সিরিজের প্রথমটি জিতে এগিয়ে গিয়েছে বাংলাদেশ। আজ তিজতেলই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হচ্ছে ওয়ান-ডে সিরিজের সবগুলো ম্যাচ। শুক্রবার দুপুরে টস হেরে যায় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস জিতে আগে ফিল্ডিং করছেন শ্রীলঙ্কানরা। প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কা আগে ব্যাট করে হেরে যায়, সম্ভবত এজন্যই তারা আজ পরে ব্যাট করতে চেয়েছেন। খেলা দেখা যাচ্ছে গাজী টিভি এবং টি স্পোর্টস এ।
সফরকারী শ্রীলঙ্কার সঙ্গে টি টোয়েন্টি সিরিজ ২-১ এ হেরে যায় বাংলাদেশ। অন্যদিকে ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে এগিয়ে টাইগাররা। তাই আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে বাংলাদেশের। আজকের ম্যাচে অপরিবর্তিত আছে টাইগার একাদাশ। শ্রীলঙ্কা একাদশ থেকে বাদ পড়েছেন মহেশ থিকসানা। তার জায়গায় এসেছেন দুনিথ ওয়ালালাগে।