২৬ জুন ২০২৪, বুধবার



অজিদের রানের পাহাড় টপকাতে ব্যাটিংয়ে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক || ২০ অক্টোবর, ২০২৩, ০৬:১০ পিএম
অজিদের রানের পাহাড় টপকাতে ব্যাটিংয়ে পাকিস্তান


পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওপেনিং জুটি থেমেছে ২৫৯ রানের মাথায়। ৪০০ রানের টার্গেটে উড়ছিল অজিরা। কিন্তু আর জুটি গড়ে ওঠেনি তাদের। অবশেষে সব ওভার খেলে ৯ উইকেটে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৩৬৭ রানে। জবাবে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। জিততে হলে টপকাতে হবে এই রানের পাহাড়।  

এদিকে, টস হেরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ইনিংসজুড়েই দাপট দেখায় পাকিস্তানকে। সবচেয়ে বেশি রান তোলেন ওয়ার্নার। তিনি ১২৪ বলে ১৬৩ রান করেছেন। মার্শ করেছেন ১২১ বলে ১০৮ রান। মার্কোস স্টইনিস করেন মাত্র ২১ রান। আর কেউ ২০ কোটা পেরোতে পারেননি। 

প্রথম দুই ম্যাচে হারলেও শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয়ের স্বাদ মিলেছিল অস্ট্রেলিয়ার। সেখান থেকেই যেন অজিদের বিশ্বকাপ অভিযানে ঘুরে দাঁড়ানোর গল্প শুরু। দ্বিতীয় জয়ের মিশনে এবার পাকিস্তানের বিপক্ষে রেকর্ড টার্গেট দিলো তারা। 

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ৩৪৪ রান তাড়া করে জয় দেখেছে ক্রিকেট বিশ্ব। চলমান ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে জয় তুলে নিয়েছিল পাকিস্তান। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হলে নিজেদের আগের রেকর্ড ভাঙতে হবে বাবর আজমদের। 

আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খানকে বাদ দিয়েছে পাকিস্তান। তার জায়গায় দলটির একাদশে ঢুকেছেন লেগ স্পিনার উসামা মীর।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, মিশেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, জস ইংগলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, প্যাট কামিন্স, মিশেল স্টার্ক, এডাম জাম্পা, জস হ্যাজলউড।

পাকিস্তান একাদশ: ইমাম উল, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ইফতিখার, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হাসান আলী, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন