২৮ জুন ২০২৪, শুক্রবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান লিখে পুরস্কার পেলেন মিথুন

ঢাকা বিজনেস ডেস্ক || ২১ জুন, ২০২৩, ০৯:০৬ পিএম
বিশ্ব পরিবেশ দিবসের স্লোগান লিখে পুরস্কার পেলেন মিথুন


বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত স্লোগান প্রতিযোগিতায় স্লোগান লিখে পুরস্কার পেয়েছেন সাহিত্যিক ও সাংবাদিক মিজানুর রহমান মিথুন। বুধবার (১৪ জুন) এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এ পুরস্কার প্রদান করেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব সঞ্জয় কুমার ভৌমিক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবদুল হামিদ ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক কাজী আবু তাহের। 

পরিশের দিবসের পুরস্কার গ্রহণের পর মিথুন বলেন, ‘কোনো কাজের পুরস্কার পেলে সবারই ভালো লাগে। আমারও ভালো লেগেছে। তবে শুধু পুরস্কার পাওয়ার জন্যই নয়, পরিবেশ দিবসের এই স্লোগান আমি পরিবেশের প্রতি ব্যক্তিগত দায়বদ্ধতার জায়গা থেকে লিখেছি। একজন লেখক হিসেবে আমি এই স্লোগানটি লিখতে পেরে মনে করছি-পরিবেশ সুরক্ষার আন্দোলনে আমি অংশগ্রহণ করতে পেরেছি। আমি আশা করছি আমার স্লোগানের মাধ্যমে এদেশের মানুষের মাঝে পরিবেশ সুরক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে।’

ঢাকা বিজনেস/এমএ



আরো পড়ুন