২১ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার



নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক || ৩০ নভেম্বর, ২০২৩, ০২:৪১ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা


নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে  তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াডে ডাক পেয়েছেন সৌম্য সরকার ও আফিফ হোসেন ধ্রুব।

কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে সাকিবকে পাওয়া যাবে না তা আগেই জানা ছিল। এবার তা নিশ্চিত করলো বিসিবি। তার পরিবর্তে আসন্ন সিরিজের দুই ফরম্যাটেই অধিনায়কের নেতৃত্ব দেয়া হয়েছে নাজমুল হোসেন শান্তকে। যিনি বর্তমানে চলমান টেস্ট সিরিজেও নেতৃত্ব দিচ্ছেন। 

সাকিব ছাড়াও দলে ডাক পাননি বিশ্বকাপে দুর্দান্ত খেলা মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও তিনি ডাক না পাওয়ার যথেষ্ট কারণ রয়েছে। বিশ্বকাপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইনজুরিতে পড়েন রিয়াদ। তবে বিশ্বকাপে এক ম্যাচের জন্য ডাক পাওয়া বিজয়কেও রাখা হয়েছে ওয়ানডে স্কোয়াডে। এছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন রাকিবুল হাসান ও লেগ স্পিনার রিশাদ হোসেন।

আগামী ১৭ ডিসেম্বর নেলসনে প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২০ ও ২৪ ডিসেম্বর হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ। প্রথম টি-টোয়েন্টি নেপিয়ারে হবে ২৭ ডিসেম্বর। এরপর যথাক্রমে ২৯ ও ৩১ ডিসেম্বর হবে দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি।

ওয়ানডে স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিশাদ হোসাইন, রাকিবুল হাসান।

টি-টোয়েন্টি স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), শেখ মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসাইন, তানভীর ইসলাম, তানজিম হাসান সাকিব।

ঢাকা বিজনেস/এমএ/



আরো পড়ুন