২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার



শিল্প-সাহিত্য
প্রিন্ট

বইমেলায় এলো মোহাম্মদ নূরুল হকের ‘বাক্-স্বাধীনতার সীমারেখা’

ঢাকা বিজনেস ডেস্ক || ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ০৮:৩২ এএম
বইমেলায় এলো মোহাম্মদ নূরুল হকের  ‘বাক্-স্বাধীনতার সীমারেখা’


বইমেলা এলো  মোহাম্মদ নূরুল হকের প্রবন্ধগ্রন্থ ‘বাক্-স্বাধীনতার সীমারেখা’। বইটির প্রকাশক প্রতিকথা। প্রচ্ছদ করেছেন শতাব্দী জাহিদ  । মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। বইমেলায় পাওয়া যাবে প্রতিকথার ৩৩০ নম্বর স্টলে। 

বইটির ভূমিকায় লেখক বলেছেন, ‘আর দশজন নাগরিকের মতো লেখকও সামাজিক জীব। স্ব-স্ব সমাজ-রাষ্ট্রের প্রতি তার দায়িত্বও কম নয়। তাই সচেতন নাগরিক হিসেবে সমাজে নানা সঙ্গতি-অসঙ্গতি নিয়ে লেখককেও কথা বলতে হয়। আমিও এর ব্যতিক্রম নই। দুই যুগের কিছু বেশি সময় ধরে লিখে চলেছি গল্প-কবিতা-প্রবন্ধ। এই অর্থে নিজেকে লেখক বলে মনে করতে কোনো দোষ দেখি না।’

লেখক আরও বলেছেন, ‘আর এই লেখক মনে করার কারণে সমাজ নিয়েও ভাবতে বাধ্য হই। সেই ভাবনা থেকে গত এক দশকে জাতীয় দৈনিক ও প্রথম শ্রেণীর বেশি কিছু অনলাইন নিউজ পোর্টালে বেশ কিছু নিবন্ধ লিখেছি। এসব নিবন্ধে যেমন আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেছি, তেমনি ভাষা, সংস্কৃতি, সামাজিক সমস্যা ও রাজনীতি বিষয়েও কথা বলেছি।’  

প্রসঙ্গত, মোহাম্মদ নূরুল হকের জন্ম ১২ জুন, ১৯৭৬ খ্রিষ্টাব্দে নোয়াখালীর সুবর্ণচরে। পড়াশোনা এল.এলবি ও বাংলা ভাষা ও সাহিত্যে এমএ।   প্রকাশিত কবিতার বই : মাতাল নদীর প্রত্নবিহার (২০০৯), স্বরচিত চাঁদ (২০১১), উপ-বিকল্প সম্পাদকীয় (২০১৬) ও লাল রাত্রির গান (২০২১)। প্রকাশিত প্রবন্ধের বই, সাহিত্যে দশক বিভাজন ও অন্যান্য (২০১০), সমালোচকের দায় (২০১১), অহঙ্কারের সীমানা ও অন্যান্য (২০১২), সমকালীন সাহিত্য চিন্তা (২০১২), সাহিত্যের রাজনীতি (২০১৩), কবিতার সময় ও মনীষার দান (২০১৬), বাংলা উপন্যাসে বিধবা: বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎ (২০২৩), আধুনিক বাংলা কবিতা: ছন্দের অনুষঙ্গে (২০২৪)। 



আরো পড়ুন