০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার



অফিস-আদালত ও ব্যাংক খুলছে আজ

স্টাফ রিপোর্টার || ০২ জুলাই, ২০২৩, ০২:৩৭ এএম
অফিস-আদালত ও ব্যাংক খুলছে আজ


ঈদুল আজহার ৪ দিনের ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আজ (২ জুলাই) খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

সারাদেশে গত বৃহস্পতিবার (২৯ জুন) পালিত হ‌য় কোরবানির ঈদ। এর আগে ঈদের ছুটি একদিন বাড়িয়ে ৪ দিন করার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে ছুটি ছিল ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার) চারদিন। ১ জুলাই (শনিবার) ছিল সাপ্তাহিক ছুটি। ফলে এবার ঈদের ছুটি মেলে ৫ দিন।

টানা পাঁচদিন ঈদের ছুটি শেষে আজ অফিসে যোগ দিচ্ছেন সরকারি-বেসরকারি কর্মজীবীরা। খুলছে ব্যাংক-বিমা, অফিস-আদালত, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

অনেকেই ঈদের ছুটির সঙ্গে নিয়েছেন ঐচ্ছিক ছুটি। তাই তারা ফিরবেন আরও দু'একদিন পর। ফলে অফিস-আদালত পুরোদমে শুরু হতে সময় লাগবে আরও কয়েকদিন। অফিস খুললেও রাজধানী ঢাকা এখনো চিরচেনা রূপে ফেরেনি।

এদিকে, সরেজমিনে সকালে রাজধানীতে তেমন যাত্রী ও যানবাহনের চাপ দেখা যায়নি। প্রায় পাবলিক বাসই খালি দেখা গেছে। উবার সিএনজিও তেমন চোখে পড়েনি। বলতে গেলে এখনো ঈদের ছুটির প্রভাব রয়ে গেছে রাজধানীজুড়ে। 

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন