২৬ জুন ২০২৪, বুধবার



বাগেরহাটে কাঁচামরিচের দাম লাগামহীন, ক্ষুব্ধ ক্রেতারা

জামাল হোসেন বাপ্পা, বাগেরহাট || ২৭ জুন, ২০২৩, ১১:০৬ পিএম
বাগেরহাটে কাঁচামরিচের দাম লাগামহীন, ক্ষুব্ধ ক্রেতারা


বাগেরহাটের বিভিন্ন বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৭০ থেকে ৪০০ টাকা দরে প্রতিকেজি। আর ২৫০ গ্রাম মরিচ বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকায়। ক্রেতারা ক্ষোভ প্রকাশ করে  বলছেন, হঠাৎ কাঁচামরিচের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত-নিম্ন মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গত সপ্তাহেও বিক্রি হয়েছে প্রতিকেজি ১৪০ থেকে ১৬০ টাকায়। মঙ্গলবার (২৭ জুন) সকালে বাগেরহাট সদর উপজেলার কয়েকটি কাঁচাবাজার ঘুরে এমন চিত্র লক্ষ করা গেছে। 

কাঁচাবাজারের কয়েকজন ক্রেতা জানান, গত সপ্তাহে এ কাঁচা মরিচের দাম ছিল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা কেজি। সে মরিচের দাম এখন দাঁড়িয়েছে ৩৬০ টাকা থেকে ৪০০ টাকায়। 

বাজারে কাঁচা মরিচ কিনতে আসা হৃদয় দাস বলেন, ‘মরিচ কেন, সবকিছুর দামই বিক্রেতাদের মর্জিমতো ওঠানামা করে। আমাদের পেট আছে, তাই খেতে হয়। ১৪০ থেকে ১৬০ টাকার মরিচ রাতারাতি ৩৭০ থেকে ৪০০ টাকা হয়ে যায়, ব্যাপারটা দুঃখজনক।’

ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে কাঁচামরিচের আমদানি কমে গেছে। ফলে কৃষকদের কাছ থেকে প্রতিকেজি ৩৭০ থেকে ৪০০ টাকায় কিনতে হচ্ছে। এছাড়া বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে মরিচের গাছগুলোও মরে গেছে।

বাগেরহাট বাজারের ব্যবসায়ী মো. মোসলেম উদ্দিন বলেন, ‘বৃষ্টির সময় কাঁচামরিচ দ্রুত পচে যায়। একমণ মরিচ কিনলে ২-৪ কেজি এমনিতেই নষ্ট হয়ে যায়। সে জন্য এই সময়ে দামও একটু বেড়ে যায়।’

ব্যবসায়ী মো. ইকবাল হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে অনেক মরিচ ক্ষেতে নষ্ট হয়ে গেছে। এবার মরিচের ফলনও কম। বাজারে কাঁচামরিচ আমদানি কমে গেছে। এসব কারণে মরিচের দাম ৩-৪ গুণ বেড়ে গেছে।’

ঢাকা বিজনেস/এনই 



আরো পড়ুন