২৬ জুন ২০২৪, বুধবার



প্রমিস ডে

প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় তার অপেক্ষায় থাকি...

ঢাকা বিজনেস ডেস্ক || ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ০৭:৩২ পিএম
প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় তার অপেক্ষায় থাকি...


মধ্যবয়সী একজন মানুষকে মাঝে মাঝেই ঢাকার ধানমন্ডি লেকে বসে থাকতে দেখা যায়। একদিন আগ্রহ নিয়ে কাছে গিয়ে বসলাম। জিজ্ঞেস করলাম। আপনাকে অনেক দিন হয় এখানে প্রায় সন্ধ্যায় বসে থাকতে দেখা যায়। বেশিরভাগ সময় মনে মনে কী যেন ভাবেন। জানতে ইচ্ছে করে। কথায় কথায় তিনি বললেন, ‘‘কোনো একজন বলেছিলেন, ‘আমাকে ভুলো না কিন্তু, আমি যোগাযোগ না করলেও। একদিন তোমাকে ঠিকই খুঁজে নেবো।’’

তিনি বলেন, ‘সেই মানুষটি আরও বলেছিলেন ‘আমার আবার হারিয়ে যাওয়ার অভ্যাস আছে। তবে, আমি খুব ইমোশনাল, হারিয়ে গেলেও থাকতে পারবো না। তুমি আমাকে শক্ত করে ধরে রেখো। তোমাকে না পেলে আমি কিন্তু থাকতে পারবো না।’ আমি আজও তার অপেক্ষায় আছি। সে যদি খোঁজে কখনো। ও আমাকে খুঁজে না পেলে ভীষণ কষ্ট পাবে। ও ভীষণ কুকুর ভয় পায়, অন্ধকারে একদম থাকতে পারে না। তাই যখন কাজ শেষ হয়, এখানে এসে বসে থাকি। ওর সঙ্গে এখানেই আমার প্রথম দেখা হয়েছিল। ওকে বলেছিলাম যদি কখনো খুঁজো, আমি অপেক্ষা করবো তোমার সেই প্রিয় বৃহস্পতিবার সন্ধ্যায়। আজ ১৯ বছর যাবত এখানে অপেক্ষা করছি।’      

কথাগুলো বলছিলেন সাকিল আহমেদ (ছদ্মনাম)) । থাকেন ঢাকায়। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার মা-বাবা নেই। আজও বিয়ে করেননি। তাই সংসারও হয়নি। বেশির ভাগ সময় তাকে ধানমন্ডি লেকে বসে থাকতে দেখা যায় তাকে। কথা হয় তার সঙ্গে।     

আজ ভালোবাসা সপ্তাহের পঞ্চম দিন ১১ ফেব্রুয়ারি, প্রমিস ডে। প্রিয় মানুষকে ভালোবাসার প্রতিশ্রুতি জানাতেই প্রমিস ডে পালিত হয়। তবে কেন এই দিন পালন করা হয় জানেন কি, নেপথ্যে রয়েছে বেশ কয়েকটি কারণ।

সম্পর্ককে মজবুত করতেই প্রমিস ডে-তে প্রিয় মানুষকে প্রতিশ্রুতি জানাতে হয়‌। আজকের দিনে সম্পর্ক নিয়ে সবাই বেশ চিন্তিত। কীভাবে সম্পর্ক মজবুত করা যায় তা নিয়ে নানারকম পরিকল্পনাও করেন অনেকে। তেমন এক পরিকল্পনা থেকেই শুরু প্রমিস ডে। ভ্যালেনটাইনস ডে-এর আগে প্রিয়জনকে সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিতে এই দিনের শুরু। প্রমিস ডে-তে মনের যত সন্দেহ সব ঘুচিয়ে ফেলতে হয়। দুজনের মাঝে বাধা বিপত্তিকেও এদিন এড়িয়ে যেতে হয়। কথা রাখতে সাকিলের মতো অপেক্ষা করতে হয় প্রিয় মানুষের জন্য। 

সারাজীবন খুশি থাকতে গেলে সবচেয়ে প্রয়োজন নিজেকে ভালো রাখা, কিছু প্রতিশ্রুতি দেওয়া, সেই প্রতিশ্রুতি মেনে চলা। তাহলেই বাড়ে আত্মবিশ্বাস, বিশ্বাস বাড়বে অন্যের প্রতিও। সম্পর্ক সুন্দর হবেই। 

সাকিল বলেছেন, ‘তাকে বাহুডোরে বেঁধে রাখতে পারিনি, তবে কথা দিয়েছি আমি সারাজীবন তার অপেক্ষায় থাকবো। সে আসবে বলে আজও তার পদধ্বনি কানে বাজে, এই বুঝি আসলো সে.....।’  

ঢাকা বিজনেস/এম



আরো পড়ুন