২৭ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার



সূচকের পতনে লেনদেন ৭৫০ কোটি টাকা

ঢাকা বিজনেস ডেস্ক || ২৭ আগস্ট, ২০২৪, ০৯:৩৮ এএম
সূচকের পতনে লেনদেন ৭৫০ কোটি টাকা


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৭ আগষ্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৮৫ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৯০ পয়েন্ট কমে দাড়িয়েছে ১ হাজার ২১৭ পয়েন্টে আর ‘ডিএস৩০’ শূন্য দশমিক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৮৭ পয়েন্টে।

ডিএসইতে মোট ৭৫০ কোটি ২৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে (২৫ আগষ্ট) লেনদেন হয়েছিলো ৫৫৮ কোটি ৩ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৩৪ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে।

আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে মাত্র ১৩১ টির, কমেছে ২৩১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৩৩ টি কোম্পানির বাজারদর।



আরো পড়ুন