০২ জুন ২০২৪, রবিবার



শীতে কাঁপছে হিলি, বিপাকে কৃষকেরা

আনোয়ার হোসেন বুলু, হিলি (দিনাজপুর) || ২৬ জানুয়ারী, ২০২৪, ০২:০১ পিএম
শীতে কাঁপছে হিলি, বিপাকে কৃষকেরা


শৈত্যপ্রবাহের কারণে উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে জনজীবন অস্থির হয়ে উঠেছে। ব্যাহত হচ্ছে কৃষি কাজ। হাড়কাপানো শীতের কারণে শ্রমিকেরা ক্ষেতে-খামারে কাজ করতে পারছেন না। তারা বলছেন, শ্রমিকের অভাবে তাদের কৃষি কাজ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। শুক্রবার ( ২৬ জানুয়ারি) কৃষক-অটোবাইক চালকসহ দিনাজপুর আবহাওয়া সূত্রে এই  তথ্য পাওয়া গেছে। 

তাঁতিপাড়া গ্রামের কৃষক মো. শহিদুল ইসলাম বলেন, ‘সকাল থেকে ঘনকুয়াশার কারণে রাস্তা-ঘাট কোনো কিছু দেখা যাচ্ছে না। টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। শীতের কারণে শ্রমিকেরা মাঠে নামছেন না। এতে কৃষিকাজ চরমভাবে ব্যাহত হচ্ছে।’

অটোবাইক-চালক মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘কয়েকদিন ধরে হিলিতে শৈত্যপ্রবাহ চলছে। ঘনকুয়াশায় রাস্তা-ঘাট কোনো কিছুই দেখা যাচ্ছে  না। জীবিকার তাগিদে বাইক নিয়ে বের হয়েছি। কিন্তু শীতের কারণে যাত্রী মিলছে না। কমে গেছে আয়-রোজগার। তাই পরিবার-পরিজন নিয়ে কষ্টে আছি।’

এদিকে দিনাজপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবার দিনাজপুরের হিলিতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর বাতাসের আদ্রতা রেকর্ড করা হয়েছে ৯৬ শতাংশ। 



আরো পড়ুন