২৬ জুন ২০২৪, বুধবার



নামলো সতর্কতা সংকেত

স্টাফ রিপোর্টার || ১৫ মে, ২০২৩, ০২:০৫ পিএম
নামলো সতর্কতা সংকেত


অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেটে যাওয়ায় দেশের সব সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৫ মে) সকালে দেওয়া বার্তায় এ নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার (১৫ মে) সন্ধ্যা পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে হবে।

এর আগে রোববার সন্ধ্যা ৬টায় কক্সবাজার উপকূল দিয়ে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ অতিক্রম করে। এরপর কক্সবাজার সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়।

ঢাকা বিজনেস/এইচ



আরো পড়ুন