চলমান এশিয়া কাপের হাই ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ২৬৭ রানের টার্গেট দিল ভারত। শনিবার (২ সেপ্টেম্বর) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে পাকিস্তানি পেসারদের তোপের মুখে পরে ভারতের ব্যাটাররা। তবে ইশান কিষান ও হার্দিক পান্ডিয়ার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। শেষ দিকে পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৮ ওভার ৫ বলে ২৬৬ রানে অলআউট হয় ভারত।
পাকিস্তানের বিপক্ষে মহারণের শুরুতেই ব্যাকফুটে চলে গিয়েছিল ভারত। পাকিস্তানি পেসারদের তোপে রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল ভারতের ব্যাটিং লাইন আপ। সেই ধ্বংসস্তুপ থেকে শক্তহাতে দলকে টেনে তোলার মিশনে নেমেছিলেন ঈশান কিষাণ ও হার্দিক পান্ডিয়া। দুজনের দায়িত্বশীল ব্যাটে ভর করে বিপর্যয় কাটিয়ে লড়াইয়ে ফিরেছে ভারত। দলকে টেনে তোলার মিশনে ব্যক্তিগত অর্ধশতকের কোঠা পূরণ করেছেন কিষাণ ও হার্দিক পান্ডিয়াও।
বিস্তারিত আসছে..
ঢাকা বিজনেস/এমএ/